বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এলএ চেক বিতরণ করলেন মাগুরা জেলা প্রশাসক 

মাগুরা প্রতিনিধি

এলএ চেক বিতরণ করলেন মাগুরা জেলা প্রশাসক 

অধিগ্রহণকৃত স্থানে উপস্থিত হয়ে নিজ হাতে এলএ চেক বিতরণ করলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।  মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অধিগ্রহণকৃত স্থানে (পারনান্দুয়ালী হাউজিং প্রজেক্ট সংলগ্ন নতুন ব্রিজ এলাকায়) উপস্থিত হয়ে ৩০ জন ব্যক্তির মাঝে ৩০টি ক্ষতিপূরণের এলএ চেকের মধ্যমে মোট ৪ কোটি  ৮৫ লাখ ২২ হাজার তিনশ ঊনপঞ্চাশ টাকা চুয়াল্লিশ পয়সা টাকা বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক ও কালেক্টর মোহাম্মদ আবু নাসের বেগ। 

চারটি প্রকল্পের অধীন এ চেকগুলো বিতরণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো: মাগুরা-শ্রীপুর মহাসড়ক বাঁকসরলীকরণ ও সমপ্রসারণ প্রকল্প, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কপোরেশনের আওতায় সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্প, মাগুরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন কাজ বাস্তবায়ন শীর্ষক প্রকল্প, মাগুরা জেলার রামনগর হাইওয়ে পুলিশ ব্যারাক ভবন, ডাম্পিং গ্রাউন্ডসহ অন্য স্থাপনা নির্মাণ প্রকল্প।

এসময় জেলা প্রশাসক বলেন, চেক বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এই উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষতিপূরণপ্রত্যাশী কেউ যেন কোন ধরনের হয়রানির শিকার না হন সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২১০ জন ব্যক্তির মাঝে ২২১টি এলএ চেকের মাধ্যমে সর্বমোট ৩২,৮৪,৪৫,৮৩৩.৮৭ টাকা প্রদান করা হয়েছে এবং সবগুলো এলএ চেকই সরেজমিনে অধিগ্রহণকৃত স্থানে উপস্থিত হয়ে বিতরণ করা হয়েছে।

টিএইচ